1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
জীবননগরে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর কালভার্ট নির্মাণের অভিযোগ | Nilkontho
১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
মধ্যস্বত্বের পেটে ৮ হাজার কোটি! কমলো ডিজেলের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল মাইল্ড স্ট্রোকের লক্ষণ ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবি বিএনপির জুমার রাত ও দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল সীমান্তে চীনা সেনাদের মাঝে ভারতীয় সেনাদের মিষ্টি বিতরণ সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে যুবসমাজ: রাষ্ট্রপতি সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার নিরাপত্তা ইস্যুতে শিগগিরই ‘গুরুত্বপূর্ণ চুক্তি’ করবে ইরান-রাশিয়া প্রচ্ছদ রাজনীতি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন বাড়তি দামে নিত্যপন্য বিক্রি পুরোপুরি আলাদা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তই থাকছে সাত কলেজ স্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে মিছিল, গণভোজ শুক্রবার তেঁতুলিয়ায় স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠান ‘অর্থের বিনিময়ে’ পুলিশে চাকরির প্রতিশ্রুতি, গ্রেপ্তার ৪ ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

জীবননগরে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর কালভার্ট নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক:জীবননগর উপজলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামে এলজিইডি কর্তৃক মালিকানা জমির ওপর সরকারি কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাকা বসতবাড়ি, মাছের পুকুর ও ফসলী জমির ব্যপক ক্ষতির অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। জানা যায়, সম্প্রতি জীবনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয় কর্তৃক মাধবখালী গ্রামের ও মাঠের পানি নিষ্কাশনের জন্য নতুন একটি কার্লভাট নির্মাণের প্রকল্পের কাজ হাতে নেয়। কিন্তু কালভার্টি নির্মাণ করতে যেয়ে এলজিইডি কর্তৃপক্ষ মাধবখালী গ্রামের বেশকিছু ব্যক্তির ব্যক্তি মালিকানা জমি দখল করে কালভার্টটির প্রাথমিক কার্যক্রম শুরু করে।

এতে করে গ্রামের বেশকিছু ব্যক্তির বসতবাড়ি, মাছের পুকুর ও ফসলি জমির ক্ষয়-ক্ষতির আশঙ্কা দেখা দেয়। ক্ষতির হাত থেকে বাঁচতে মাধবখালী গ্রামের আবদার রহমানর ছেলে আব্দুল জবার খান তাঁর বসতভিটা ও নিজ জমি রক্ষার জন্য জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ‘সরকারি এই কালভার্টি নির্মাণ করতে যেয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান সরকারি জমিতে না করে আমার ও আশপাশের ব্যক্তি মালিকানা জমি এমনকি বসতবাড়ির জমিতে জোরপূর্বক মাটি কেটে কালভার্ট নির্মাণ করা হচ্ছে।’

তিনি সমীকরণকে জানান, ‘সরকারের জমি না থাকলেও জনস্বার্থে কালভার্ট নির্মাণের জন্য আমার বসতবাড়ি ক্ষয়-ক্ষতি না হয়, এমন আশঙ্কামুক্ত নির্মাণকাজ হলে আমার আপত্তি নেয়। তা ছাড়া যেখান কালভার্ট তৈরি করা হচ্ছে, সেখানে আমার বসতবাড়ি রয়েছে। পানি হলেই মাটি ধসে যাবে। পাশাপাশি কালভার্ট দিয়ে যে পানি বের হয়ে যাবে, সেটাও আমাদের নিজেদের মালিকানা জমিত ঢুকবে। সে কারণেও বেশ কয়েকটি মাছের পুকুর ও ফসলী জমির ক্ষতি হবে। এ বিষয় আমি উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন, জেলা প্রকৌশলী ও জীবননগর থানায় একটি লিখিত অভিযাগ দিয়েছি। কিন্তু কোনো ফল পাইনি। তাছাড়া একাধিকবার বলা সত্ত্বেও ঠিকাদার প্রতিষ্ঠানের কেউ কথা না শুনে কাজ করতে আসে। অবশেষে আমি কাজটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি।’

একই কথা বলেন মৎস্য ব্যবসায়ী রাজেদুল ইসলাম। তিনি বলন, ‘কালভার্ট হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু কালভার্টটি সম্পূর্ণ মালিকানা জমির ওপর তৈরি করা হচ্ছে। এই কালভার্টটা দিয়ে যে পানি বের হবে, তা আমাদের পুকুরে পড়বে। তাছাড়া আমাদের এখানে ৩০ বিঘা জমির ওপর জলকার রয়েছে। ইতোমধ্যেই আমাদের পুকুর পাড় নষ্ট হয়ে গেছে। যদি এই কালভার্টটি এখানে তৈরি হয়, তাহলে এই মহল্লার ৩০টি পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মিনারুল ইসলাম বলেন, ‘যেখানে কালভার্ট তৈরি করা হচ্ছে, সেখানে এর আগেও একটা কালভার্ট ছিল। তবে সেটা মালিকানা জমি না সরকারি জমির ওপর হচ্ছে, এটা আমি বলতে পারব না। তবে কালভার্ট দিয়ে যে পানি বের হবে, তা সম্পূর্ণ মালিকানা জমির ওপর পড়বে।’

চুয়াডাঙ্গা জেলা নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা বলেন, ‘জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামে কালভার্ট নির্মাণের বিষয় নিয়ে যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমার কাছে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করা হবে।’
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন, ‘মাধবখালী গ্রামে কালভার্ট নির্মাণ নিয়ে অভিযোগ বিষয়ে আমি শুনেছি। যেহেতু সরকারিভাবে একটা ডিজাইন করা হয়ে গেছে, সেহেতু পরিবর্তন করা সম্ভব নয়। তারপরও আমি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি বলেছি। এটা তিনি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিবে।’

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৭
  • ১১:৫১
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৪
  • ৬:১০

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০