জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক দগ্ধ

0
11

নিউজ ডেস্ক:জীবননগরে নারিকেল গাছ থেকে বৈদ্যুতিক তারের ওপর পড়ে এক যুবক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধ যুবক জীবননগরের ওহিদুল ইসলামের ছেলে সজল ইসলাম (২৪)।
জানা যায়, রাজমিস্ত্রী সজল কিছুদিন যাবৎ কাজ না থাকায় গতকাল প্রতিবেশী ডাব ব্যবসায়ী আনারুলের সঙ্গে পাশের গ্রামে ডাব পাড়তে যান। এ সময় একটি নারিকেল গাছে উঠে ডাব পাড়ার সময় রশি ফসকে নিচে থাকা উচ্চক্ষমতা-সম্পন্ন বৈদ্যুতিক তারের ওপর পড়ে দগ্ধ এবং গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। পরে হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন তাঁকে চিকিৎসা প্রদান করেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, বিদ্যুতস্পৃষ্ট ও অনেক ওপর থেকে পড়ে যাওয়ায় তাঁর দুই হাত ও শরীর গুরুতর দগ্ধ হয়েছে এবং তাঁর মাথা গুরুতর জখম হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, গতকাল বিকেলেই সজলের পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।