জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

0
17

নিউজ ডেস্ক:জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। এছাড়া ওই পরিবারের আরও ৩জন আহত হয়। গতকাল শুক্রবার সকালে জীবননগর পৌর এলাকার মহানগর উত্তরপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী ওমর আলী (২৮) ও তার মা আসুরা বেগম। আহতরা হলেন- পিতা ছমির আলী মোল্লা (৬৭) ও নিহতের ভাবী রুবিনা খাতুন এবং কাকলী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে মাছ ব্যবসায়ী ওমর আলী তাঁর ঘরের সামনে টাঙানো জিআই তারে কাপড় শুকাতে দিচ্ছিলেন।

এ সময় সে বিদ্যুতায়িত হয়ে চিৎকার শুরু করে। তাঁর চিৎকারে পার্শ্ববর্তী ঘরে থাকা মা আসুরা খাতুন, পিতা ছমির আলী মোল্লা, বড় ভায়ের স্ত্রী রুবিনা খাতুন এবং কাকলী ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই ওমর আলী ও তাঁর মা আসুরা খাতুনের মৃত্যু হয়। পরে প্রতিবেশিরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গুরুত্বর আহত অবস্থায় ছমির আলী মোল্লা ও রুবিনা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু আশুরা খাতুন ও ওমর আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি তিনজনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধিন রাখা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ওমর আলীর বাড়ির কাপড় শুকানোর জিআই তার ও বিদ্যুৎ মিটারের সাথে শর্টসার্কিট হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
গতকাল জুম্মার নামাজ শেষে নিহত মা ও ছেলেকে জীবননগর স্টেডিয়াম মাঠে নামাজের জানাযা শেষে স্টেডিয়াম কবরস্থানে দাফন করা হয়। এদিকে, এ ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতর পরিবারের সমবেদনা জানান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম।