নিউজ ডেস্ক:জীবননগরে বাড়ি নির্মাণের সময় মাটির নিচ থেকে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাচলাকালীন সময়ের একটি সেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁটার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে নুরু উদ্দিনের বাড়ি থেকে এ সেল উদ্ধার করা হয়। এ ঘটনার সংবাদ শুনে নুরু উদ্দিনের বাড়িতে এলাকার মানুষ ভিড় জমাতে থাকে। নুরু উদ্দিন বলেন, ‘আমি বাড়ি তৈরি করার জন্য লেবার নিয়ে ভিত কাটতে যায়। এ সময় লেবাররা সেলটা দেখতে পেয়ে আমাকে বললে, আমি বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানাই।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘ধোপাখালী গ্রামে নুরু উদ্দিনের বাড়িতে একটি সেল পাওয়া গিয়েছে, সংবাদ শুনে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং ঘটনাস্থলে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।’