নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার দেহাটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার পুলিশ ফোর্স নিয়ে উপজেলার দেহাটি গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার মনোহরপুর গ্রামের আ. সাত্তারের ছেলে জীবননগর থানায় মাদকসহ একাধিক মামলার আসামি রাজু আহম্মেদকে (৩০) আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।