চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মো. সবুজ (২৫) নামের এক মাদক কারবারি আহত হয়েছেন। গুরত্বর অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থল থেকে ১৪৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার সকালের দিকে জীবননগর উপজেলার মনোহরপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরের দিকে তারা জানতে পারে যে, মনোহরপুর দিয়ে একটি বিচালীভর্তি আলমসাধুযোগে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেই আলমসাধুকে ধাওয়া দেয়। এসময় গাড়ি ঘুরিয়ে পালাতে গিয়ে আলমসাধু উল্টে পড়ে আহত হন মো. সবুজ। পরে তাকে উদ্ধার করে প্রথম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে জীবননগর থানা-পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের উপস্থিত ওই আলমসাধুতে তল্লাশি চালিয়ে ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার শিকার মাদক কারবারি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীর রয়েছে।’