জীবননগরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার সালাম গ্রেপ্তার

0
48

নিউজ ডেস্ক:জীবননগরে আগ্নেয়াস্ত্রসহ নানা অপরাধের হোতা আব্দুস সালাম (৫০) নামের এক ডাকাত সর্দারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মনোহরপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আ. সালাম মনোহরপুর গ্রামের নিয়ামত আলী মৃধার ছেলে। গতকাল শনিবার দুপুরে পুলিশ সালাম ডাকাতের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নিদেশে জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ফোর্স নিয়ে রাতে টহলে বের হন। এ সময় গোপন সংবাদের ভিত্তিত্বে তিনি জানতে পারেন মনোহরপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী, ডাকাতি, আদম ব্যবসাসহ নানা অপরাধের মূল হোতা আব্দুস সালাম অপরাধ সংঘটিত করতে প্রস্তুতি নিচ্ছে।

রাত সাড়ে ১০টার দিকে তিনি জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর গ্রামের বাসস্ট্যান্ডের অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আব্দুস সালাম একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে জীবননগর থানাসহ আশপাশের থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়াও তিনি বিজিবির সোর্স শোভা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র বহনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।