নিউজ ডেস্ক: মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে সমবায় অফিস কার্যালয় থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ- এর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আশকার আলী, জেলা মৎস্য জীবি সমিতির প্রতিনিধি সহিদ সাদেক হোসেন বাবলু প্রমূখ।
জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক ও রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, উৎপাদন মূখী উন্নয়ন সমবায় সমিতির পরিচালক প্রভঞ্জন বিশ্বাস, চাঁদবিল মৎস্য জীবি সমিতির সভাপতি ক্ষুদিরাম হালদার, হরিরামপুর মৎস্য জীবি সমিতির সভাপতি ফিরাদুল ইসলাম। জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সকল মৎস্য জীবিরা র্যলিতে অংশ নেন।