নিউজ ডেস্ক:
গুম, খুন আর নির্যাতন থেকে রক্ষা পেতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় এলে শান্তিতে থাকবেন। জাতির উন্নতি হবে।’
আজ শুক্রবার সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এইচ এম এরশাদ এসব কথা বলেন।
এইচ এম এরশাদ বলেন, ‘খবরের কাগজে জানলাম ২৮৪ জন মানুষ নিখোঁজ। তার মধ্যে ৪৭ জনের লাশ পাওয়া গেছে। বাকি লাশ পাওয়া যায়নি। ওই মানুষগুলোর স্ত্রী আছে। মা আছে। সারা দিন-রাত চোখের পানি ফেলে। তাঁদের ব্যথা দুঃখ কেউ বোঝে না। সন্তানহারার দুঃখ, স্বামী হারানোর দুঃখ যে কত কঠিন, কেউ বুঝতে পারে না।’
তিন সপ্তাহ ধরে সিলেট জেলার নয়টি উপজেলা জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, ওসমানীনগর, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষ পানিবন্দি রয়েছে। এখনো জেলা শহরের সঙ্গে একাধিক উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন আছে।