নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় দুই কাঠা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে মাখালডাঙ্গা পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের সামনে পুনরায় সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা পোস্ট অফিস পাড়ার মাদারের আলীর তিন ছেলে শলক (৩৮), জাণ্টু (৩৬), মন্টু (৩২), স্বজন একই এলাকার আনোয়ার হোসেন (৫০), তাঁর ছেলে সোহাগ (২৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছির খলিল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর (৫০)। জানা যায়, দীর্ঘদিন ধরে দুই কাঠা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের দুইজন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আবারও সংঘর্ষ বাধে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। তাঁদেরকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। জাণ্টুর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’