মুজিবনগরের ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন
নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুরে ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় জমির মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার ভবানীপুরের ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন হচ্ছে, এমন সংবাদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে কাউকে না পেয়ে মাটি কাটার খননযন্ত্র (এসকেভেটর) জব্দ করতে গেলে জমির মালিক সেখানে হাজির হন। পরে জমির মালিক এলে বালু উত্তোলন আইন ২০১০-এর ১৫ ধারায় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং খননযন্ত্রটি ইউপি সদস্য মিজারের জিম্মায় রাখা হয়। ওই জমির মালিক হলেন উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে হান্নান মিয়া। মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামও উপস্থিত ছিলেন।