মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগনের সরকার,উন্নয়নের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে সুখী,সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় গেলে মসজিদ থাকবেনা,মাদ্রাসা থাকবেনা এমন সাম্প্রদায়িক বক্তব্য যারা দিয়েছিল তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা জঙ্গীবাদমুক্ত অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে চাই। তিনি শুক্রবার (১৩ ই এপ্রিল) সিংড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী সকালে বাংলা নববর্ষের শোভাযাত্রায় অংশগ্রহন শেষে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন, ইউআরসি নতুন ভবনের ভিত্তি প্রস্থর এবং মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মুশফিকুর রহমান, ওসি আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, কাউন্সিলর আব্দুল জলিল, মহসিন আলম (অবঃ সেনা) প্রমূখ।