ছাত্রলীগ ও কৃষকলীগের নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় আসামী জিম ও ইনসান অস্ত্রসহ আটক

0
35

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামী জিম ও তার সহযোগী ইনসানকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার ভোররাতে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিম চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার নাজিম উদ্দিনের ছেলে এবং ইনসান একইপাড়ার মিন্টু রহমানের ছেলে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তরা শহরের মাঝেরপাড়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা শোয়েব রিগান ও কৃষকলীগ নেতা মহসীন রেজাকে সদর হাসপাতাল চত্বরে কুপিয়ে জখম করে। আহত মহসীন রেজা ওই ঘটনায় জিমকে প্রধান আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সুপার বলেন,‘ পৌর নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ জেলা শহরে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। বাংলাদেশ পুলিশ এ ধরণের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সদা প্রস্তুত।’