নিউজ ডেস্ক:পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে অভিনব কায়দায় ইজিবাইক চুরি করেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে। আশপাশের সিসি ক্যামেরাতে চোরের ছবি দেখা গেলেও হদিস মেলেনি ইজিবাইক চোরের। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে অভিনব কায়দায় ইজিবাইক চুরি করেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে। আশপাশের সিসি ক্যামেরাতে চোরের ছবি দেখা গেলেও হদিস মেলেনি ইজিবাইক চোরের। চুরি যাওয়া ইজিবাইকের মালিক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার আনারুলের ছেলে ইমরান (১৫) জানান, তিনি গতকাল সকাল ১০টার দিকে দুই শ টাকা ভাড়া চুক্তিতে কার্পাসডাঙ্গা কাউন্সিলমোড় থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে দুজন যাত্রী তুলেছিলেন তার ইজিবাইকে। সকাল পৌনে ১১টার দিকে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছালে একজন যাত্রী কৌশলে ইজিবাইকটি সড়কের পাশে সাইড করতে বলেন। এ সময় অপর যাত্রীকে ইজিবাইকের ভেতর বসিয়ে ইমরানকে নিয়ে দড়ি কেনার উদ্দেশে বড়বাজারে যান ওই যাত্রী। বড় বাজারে যাওয়ার পথে মোবাইল ফোনে কথা বলার বাহানা করে পেছন থেকে সটকে পড়েন ওই যাত্রী। পরে চালক ইমরান তাঁকে খুঁজে না পেয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সমনে ফিরে এসে দেখেন, ইজিবাইকটি পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পার্ক লেনে নেই। আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করে ইজিবাইক না পেয়ে সড়কের সিসি ক্যামেরার ফুটেজে দেখেন, ইজিবাইকের মধ্যে যাকে বসিয়ে রেখে গিয়েছিলেন, সেই যাত্রী ওই ইজিবাইকের বিভিন্ন তার ছিড়ে ইজিবাইকটি চালু করে নিয়ে পালাচ্ছেন। প্রসঙ্গত, ১৫ দিন আগে এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে ইমরানকে ইজিবাইকটি কিনে দিয়েছিলেন তাঁর বাবা। উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক ইমরানসহ তাঁর পরিবার।