তথ্য ছিল সোনার, ধরা পড়ল রুপার চালান
নিউজ ডেস্ক: গোপণ তথ্য ছিল সোনার চালান পাচার হচ্ছে। কিন্তু মুহূর্তেই চোরাচালানীরে রুট পরিবর্তন করে সেই চালান অন্যত্রে গায়েব করে ফেলায় ধরা পড়ল রুপার চালান; সাথে দুই চোরাচালানী। গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদার চিৎলা মোড় এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ টিম চার ভরি ভারতীয় চান্দি রুপাসহ দর্শনা ঘুঘুডাঙ্গার মৃত আব্দুল ওদুদ মন্ডলের ছেলে আবু সাইদ (৪০) এবং একইপাড়ার জমির উদ্দীনের ছেলে সাইদকে (৩৪) আটক করে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, ৩ টি মোবাইলফোন এবং নগদ ২০ হাজার ৮৩৪ টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির নায়েক রাসেল শিকদার বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘বিজিবি’র কাছে তথ্য ছিল সোনা আসবে এই রুটে। আরো তথ্য ছিল একসাথে সোনা-রুপার দুটো চালানিই বহণ করছে চোরাকারবারীরা। তথ্য অনুযায়ী মোটরসাইকেল আরোহী দুই জনের গতিরোধ করে অনুসন্ধান করা হয়। এ সময় মোটরসাইকেলটিতে বিশেষ ব্যবস্থায় পিছনের দিকে এবং এয়ার ক্লিনারের মধ্যে কৌশলে এ চালান বহণের আলামত পায় বিজিবি। সেখান থেকে উদ্ধার করা হয় চার ভরি রুপা। যা থেকে নিশ্চিত হওয়া যায় আটক দু’জন স্বর্ণ ও রোপ্য চোরাচালানকারী সিন্ডিকেটের সদস্য। বিজিবি’র বিশেষ টিমের অভিযানের কথা জানতে পেরে আগেই তারা মূল চালানটি অন্যত্রে সটকে ফেলে। এ কারণে সোনার চালানের বিপরীতে রুপার চালান আটক করতে সক্ষম হয় বিজিবি জওয়ানরা।’