চুয়াডাঙ্গা সরোজগঞ্জে আলমসাধু উল্টে আহত-৩

0
26

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সরোজগঞ্জে গরু বোঝাই আলমসাধু উল্টে তিনজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী কোলাপাড়ার মৃত ঝড়– মন্ডলের ছেলে জহির (৬০), একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান (৬৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে। জানা যায়, হলিধানী বাজার থেকে আলমসাধুতে গরু বোঝাই করে ডুগডুগি গরুর হাটে নিয়ে যাচ্ছিল আহতরা। পথিমধ্যে সরোজগঞ্জ তেল পাম্পের নিকট আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আহত হন এই তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।