চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্ণিল আলোকসজ্জা

0
15

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে
নিউজ ডেস্ক:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৬ থেকে ২০ এপ্রিল চুয়াডাঙ্গাসহ সারাদেশে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সদর হাসপাতাল জুড়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলম বলেন, বর্তমান সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এই সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এ কারণেই আগামী ১৬-২০ এপ্রিল স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে অগ্রগতির বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্কুলে স্বাস্থ্য সেবা সপ্তাহ বিষয়ে প্রচারণা, সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষায়িত হাসপাতালসহ সকল হাসপাতালের বহির্বিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
এছাড়াও কর্মসূচিতে থাকছে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা, জেলার সকল হাসপাতাল ও শিশু হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা, স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান শীর্ষক আলোচনা সভা ও চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা সভা। হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গ-প্রত্যঙ্গ দান বিষয়ক কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল হেলথ প্রোগ্রাম আয়োজন, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।