চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট প্রদান অনুষ্ঠানে এমপি ছেলুন

0
13

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করার লক্ষ্যে এক্সসিএমজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি হাসপাতালে ২১২টি মেডিকেল ইন্সট্রুমেন্ট প্রদান করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে আর্থ মুভিং সল্যুশন কম্পানি একটি আলোচনা সভার আয়োজন করে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গার মানুষের চিকিৎসা-সহায়তার লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন প্রকার মেডিকেল ইন্সট্রুমেন্ট প্রদান করায় আমরা এক্সসিএমজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট চায়নিজ কোম্পানিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা-ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে এবং ডেঙ্গু মোকাবিলায় এক্সসিএমজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ১৬১টি সার্জিক্যাল এক্সেসরিজ, ৫টি হুইল চেয়ার, ৫টি রোগী বহনের ট্রলি, ২০টি অক্সিজেন সিলিন্ডারের ট্রলি, ২০ মশারি ও ১টি অক্সিজেন রাখার তাক প্রদান করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সসিএমজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের এশিয়া প্যাসিফিক রিজিওনাল ম্যানেজার ক্রিস ওয়াং, ক্রলার ক্রেন প্রোডাক্ট ম্যানেজার মি. স্যু, আর্থ মুভিং সল্যুশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মুজিবুল হক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সব কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আর্থ মুভিং সল্যুশন লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেসবাহুল বারী।