চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

0
14

নিউজ ডেস্ক:সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে মোট ২ কোটি ২০ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ৪৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা) খাওয়ানো হচ্ছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (২য় রাউন্ড) উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার পর শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক।


জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ হাজার ৪শ’ ২জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (২য় রাউন্ড) উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি থেকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মনোয়ারা সুলতানা, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডা. খাইরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও রেজাউল করিম খোকন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীল আলম, মহিলা কাউন্সিলর সুলতানা আরা রতœা, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, শাহিনা আক্তার রুবিসহ পৌরসভার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজর আলী হোসেন।
অনুষ্ঠানে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার আওতাধীন ৭৭টি ক্যাম্পে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আলমডাঙ্গা:


আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় পৌর চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম ও ৯নং ওয়ার্ড মামুন অর রশিদ হাসান, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, সামসাদ রানু, নূরজাহান খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর কর্মচারী আশরাফ আলী, টিকা পরিদর্শক বিল্লাল হোসেন, মুস্তাফিজুর রহমান, মাহফুজুর রানাসহ স্বাস্থ্য শাখার কর্মচারী ও পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ। আলমডাঙ্গা পৌরসভার ২৪টি স্থায়ী টিকা কেন্দ্রে, ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ১১টি অতিরিক্ত কেন্দ্রের ৩টি মোবাইল টিমে ১৩০ জন সেচ্ছাসেবক পৌরসভার সকল কর্মচারীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৭৫৫ জন ও ১ থেকে ৫ বছর বয়সী ৭ হাজার ৪৪ জন শিশুর লক্ষ্য মাত্রায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন পরিচালনায় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগণ সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন।
দামুড়হুদা:


দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপলক্ষে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, পরিসংখ্যানবিদ শাহজাহান আলী প্রমূখ। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, এবার উপজেলার ১৭০ টি কেন্দ্র হতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৩২০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
জীবননগর:


জীবননগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, ডা. রোকনুজ্জামান রুবেল, ডা. হেলেনা আক্তার নিপা। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রে ৬ থেকে ১ বছর বয়সের ১৭১৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১ বছর থেকে ৫ বছর বয়সের ১৩ হাজার ২৩১ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানা হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আনিসুর রহমান।
মেহেরপুর: মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুদের মুখে এ ক্যাপসুল তুলে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২৪৬ জন শিশুকে লাল রঙ্গের এবং ১২-৫৯ বয়সী ৫৮ হাজার ৫৯৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, হাসপাতালের আরএমও ডা. এহসানুল কবীরসহ হাসপাতালের চিকিৎসক,নার্সসহ অন্যান্য কর্মচারীরা।
ঝিনাইদহ:


ঝিনাইদহে শিশুধের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শিশুদের ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, দিনব্যাপি জেলার ৬ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৬শ’ ৯৪ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।