1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই উৎসব পালিত | Nilkontho
১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | মঙ্গলবার | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে ‘জল ভালুক’? বেরোবির সাবেক প্রক্টর তিন দিনের রিমান্ডে গ্রাহকের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধুমিতালী ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন চাঁদপুরে দুই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে বাইডেন আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কঠোর হুঁশিয়ারি সারজিসের এক সপ্তাহে ৫ হাজার ১২৮ মেট্রিকটন আমদানি ৪০ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি করাচি-চট্টগ্রাম রুট চালু হওয়ায় নতুন দিগন্ত উন্মোচন তিতুমীরের ১৪ শিক্ষার্থী বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে মহেশপুর সীমান্তে ৬ কোটি টাকা স্বর্ণের বারসহ দুইজন কে আটক করেছে বিজিবি। তিতুমীর কলেজের সামনে কঠোর নিরাপত্তা, সেনা-পুলিশ মোতায়েন সারদায় প্রশিক্ষণরত আরো তিন এসআই বরখাস্ত এই দিন দিন নয়, দিন আরো আসবে : আদালতে কামরুল ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় নসিমন চালক নিহত টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া, এটা দ্রুতই করা হয়ে যায় না: অর্থ উপদেষ্টা আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থিরা দেশের অর্থনীতি নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই উৎসব পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ জানুয়ারি, ২০১৯

উৎসবমুখর পরিবেশে নতুন বইয়ের সুঘ্রানে মেতে উঠেছে সারা দেশ

ডেস্ক রিপোর্ট: বছরের শুরুতেই নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দিনটি ছিল তাদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠার। নতুন বই হাতে পেয়ে আনন্দে বাড়ি ফিরেছে তারা। গতকাল মঙ্গলবার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মাঝে সারাদেশে একযোগে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, সারাদেশের মত বছরের প্রথম দিনে চুয়াডাঙ্গায়ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পাঠ্য পুস্তক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সহকারি কমিশনার আমজাদ হোসেন প্রমুখ।
পরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ- কলেজের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছি আমরা। শিক্ষা খাতে বিপ্লব সাধিত হচ্ছে। দেখছি নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ গতি অপ্রতিরোধ্য। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শত বাধা পেরিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ এটাই আমাদের বিশ্বাস। বছরের শুরুর দিনেই সারা দেশে উৎসব করে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া অনেক বড় বিষয়। এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা হলে টেকসই উন্নয়নের মাধ্যমে দ্রুত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। বিনামূল্যে পাঠ্য বই পৌঁছে দেওয়ার এ উৎসব সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উৎসব।


এসময় তিনি চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কথা উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানটি জেলা প্রশাসনের পরিচালনায় চলে। এটির উন্নয়নের কথা আমরা সবসময় ভাবি। ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে প্রত্যেকটি কক্ষে ডিজিটাল ভার্সনে পড়াশোনার জন্য একটি ৩২ ইঞ্চি মনিটরসহ কম্পিইটার দেয়া হবে। ডিজিটালভাবে এ প্রতিষ্ঠানটি যাতে এগিয়ে যেতে পারে সেজন্য আগামিতে আরো পরিকল্পনা নেওয়া হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, হাসিনা মমতাজ, পাপিয়া আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার পপি খাতুন, ইফ্ফাত আরা জামান ঊর্মি, শিবানী সরকার, আমজাদ হোসেন, খায়রুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে বই বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য সাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ, সহকারি প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, বদরগঞ্জ বাজার কমিটির সভাপতি এ এন এম আশিফ, আবু তালেব, আব্দুল মজিদ, ছালামত, আব্দুর রাজ্জাক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম স্বপন।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১লা জানুয়ারী বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন, সবির উদ্দিন, সৈয়দ মাসুদুল ইসলাম, রকিবুল ইসলাম, হুমায়ন কবির, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন সোনাহার, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কাউন্সিলর ফারুক হোসেন প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় একযোগে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুহিন রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা. এনামুল করীম ইনু, কুড়–লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কুড়–লগাছি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ প্রমূখ। এরপর কুড়–লগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দামুড়হুদা দশমীপাড়াস্থ শিশু ও গণশিক্ষা কেন্দ্রসহ উপজেলার ১৩১টি কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উপজেলা সুপারভাইজার আব্দুল হাকিম, মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান, শিক্ষিকা মাজেদা খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি। এসময় বিদ্যালয় দুটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন


মেহেরপুর অফিস জানিয়েছে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধাপক ফরহাদ হোসেন। মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি। বই উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলার তিন উপজেলায় মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও ভোকেশানল শিক্ষার্থীদের জন্য ৯ লাখ ৪৮ হাজার ৭১৯টি বই বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় মাধ্যমিক ৩ লাখ ১২ হাজার, দাখিল ৩৩ হাজার ৫০০, এবতেদায়ী শাখায় ১৭২২০টি, গাংনী উপজেলায় মাধ্যমিক ৪ লাখ চারশ, দাখিল ২৪ হাজার ৮০০, এবতেদায়ী ১৭ হাজার ৯২০টি, মুজিবনগর উপজেলায় মাধ্যমিক ৯৯ হাজার ৯৭৩, দাখিল ৯ হাজার ৮৩২, এবতেদায়ী ৪৩৩৪টি বই বিতরণ করা হবে। এছাড়া জেলায় ভোকেশনাল শিক্ষার্থীর জন্য ২৮ হাজার ৭৪০টি বই বিতরণ করা হবে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার জানান, চাহিদা অনুযায়ী শতভাগ বই পাওয়া গেছে। বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্জামান। স্বাগত বক্তব্য রাথেন গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আরেফিন বাবু। বই উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলার তিন উপজেলায় ৮০ হাজার ৯৮৩ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৫ হাজার ৭৮২টি বই বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ৩৮ ৫৭০টি, গাংনী উপজেলায় ১ লাখ ৯২ হাজার ৭৬২ এবং মুজিবনগর উপজেলায় ৫৪ হাজার ৪৫০টি বই বিতরণ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী জানান, মঙ্গলবার বিকেলের মধ্যে জেলার সকল প্রাথমিক ও বিদ্যালয়ে বই বিতরণ শেষ করবেন।


আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাইমারী স্কুলে নতুন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০টায় বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমঝুপি সদর আওয়ামী লীগের সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যানের বোরহান উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী। এছাড়াও আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যলয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি আলিম মাদ্রাসা, আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়, বালিক বিদ্যালয়, আমঝুপি গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ময়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই উৎসব অনুষ্ঠিত হয়।


মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগরে সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, সহকারি শিক্ষা অফিসার আবুল ফজল, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা। বই উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মুজিবনগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৯৯ হাজার ৯৭৩, দাখিল পর্যায়ে ৯ হাজার ৮৩২, এবতেদায়ী পর্যায়ে ৪৩৩৪টি বই বিতরণ করা হবে। এছাড়া জেলায় ভোকেশনাল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চাহিদা অনুযায়ী শতভাগ বই পাওয়া গেছে। বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম ও জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ। এ বছর জেলার ছয় উপজেলায় ২ লাখ ১০ হাজার ৪’শ ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ২৮ লাখ ১৯ হাজার ১’শ ৪৩ টি বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এছাড়াও সকালে হরিণাকু-ু উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২’শ ৮ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এসময় চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার-উল হক, সভাপতি রোকনুজ্জামান রিপন, সহ-সভাপতি বিএম ইমরুল হাসান, ইউপি সদস্য তানজিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, সারা দেশের ন্যয় ঝিনাইদহের কোটচাঁদপুর ১লা জানুয়ারি বই উৎসব পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রেশমা বেগমের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠান পালিত হয়। বই উৎসব পালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি শাহাজান আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কোটচাঁদপুর পৌর শাখার আহ্বায়ক দেবদাস ভট্রাচার্য, কোটচাঁদপুর পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদারসহ স্কুলের সকল শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৫৩
  • ৩:৪৩
  • ৫:২২
  • ৬:৩৮
  • ৬:১৯

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০