1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
চুয়াডাঙ্গা, মেহেপুর ও ঝিনাইদহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান | Nilkontho
১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সোমবার | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
মার্কিন অস্ত্র ব্যবহৃত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে: রুশ আইনপ্রণেতা নারায়ণগঞ্জে টিস্যু ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত হবে জানালেন ড. ইউনূস ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক চোরাচালান অভিযোগ উঠলে উড়োজাহাজের পারমিট বাতিল: এনবিআর আওয়ামী সরকারের ১২ মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ বঙ্গজ বিস্কুট কারখানার ব্যবস্থাপককে জরিমানা হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো: প্রধান উপদেষ্টা গুমের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে: ড. ইউনূস মূল্যস্ফীতি নিয়ে যা বললেন ড. ইউনূস রিজার্ভে হাত না দিয়েই দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা হয়েছেঃ প্রধান উপদেষ্টা ‘ধর্মীয় আবরণে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে’ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না: ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য পলাশবাড়ীতে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নিতির অভিযোগ। পলাশবাড়ী নামেই পৌরসভা, বাস্তবে নেই কোন দৃশ্যমান নাগরিক সেবা। নোংরা পাউরুটি দিয়ে তৈরি হচ্ছিল নতুন পাউরুটি -জরিমানা ২ লাখ। কৌশলে ২৮ হাজার টাকা নিয়ে নেয় ভুয়া চিকিৎসক স্বর্ণা, অবশেষে আটক ট্রাফিক পুলিশে চাকরি হবে ২১০০ জনের: আসিফ মাহমুদ সাবেক মন্ত্রী মায়ার চৌধুরীর বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা, মেহেপুর ও ঝিনাইদহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

নিউজ ডেস্ক:‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেপুর, ঝিনাইদহসহ সারা দেশে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশার, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, জেলা শিক্ষা কর্মকতা নিখিল রঞ্জন চক্রর্বতী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অভিযানের সময় ডেঙ্গু মশা থেকে নিজ বাড়ির আঙ্গিনাসহ আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার জন্য সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ করে জেলা প্রশাসন।
এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে চুয়াডাঙ্গা সরকারি কলেজে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় হাতে স্প্রে মেশিন ও কাস্তে নিয়ে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায় কলেজের শিক্ষকদের।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মদ ডন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সদর উদ্দিন ভোলা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দান, মৎস্য কর্মকর্তা কামরুন নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ জি এম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মাহাতাব উদ্দিন, ভিডিপি কর্মকর্তা মিলন হোসেন প্রমুখ।
অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ অভিযানে অংশ নেন ভারপ্রাপ্ত মেয়র সদর উদ্দিন ভোলা, কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আসগর সাচ্চু, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, ফারুক হোসেন, মতিয়ার রহমান ফারুক, জাহিদুল ইসলাম, মামুনুর অর রশিদ, কল্পনা খাতুন, সামছাদ রানু, পারুলা পারভীন, পৌর সচিব শফিকুল আলম, নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন, আসাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মামুন, জীবন, সাকা, আশরাফুল হক প্রমুখ। এ ছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজ, সরকারি উচ্চবিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জে এন প্রাথমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমি ও প্রাথমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল, আল ইকরা ক্যাডেট একাডেমি, পাইকপাড়া জনকল্যাণ, কুমারি মাধ্যমিক, হারদী এস এম জোহা ডিগ্রি কলেজে এ অভিযান পরিচালিত হয়।
জীবননগর:
জীবননগরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করে এ অভিযানের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সাংবাদিক জাহিদ বাবু, জহিরুল ইসলাম, সমবায় কর্মকতা মতেহার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য শাকিব হোসেন, মুরাদ, শামীম, হৃদয়, স্বপ্নর সভাপতি লিটন প্রমুখ। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জীবননগর শহরের তরফদার মার্কেট, কাঁচা বাজার ও উপজেলা মার্কেটের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় ডেঙ্গু মশা হতে নিজ বাড়ির আঙ্গিনাসহ আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে সবাইকে সচেতন করা হয়।
মুজিবনগর:
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যে সারা দেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মুজিবনগরে এ অভিযান পরিচালনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উসমান গনি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউএনও উসমান গনির নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা আঙ্গিনার ঝোপঝাড়গুলো নিজ হাতে পরিষ্কারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুরু করেন ইউএনও উসমান গনি। এ ছাড়াও মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান, সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন নবাগত ইউএনও উসমান গনির সাথে এ অভিযানে অংশ নেন। এ সময় মুজিবনগর উপজেলার সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলন।
ঝিনাইদহ:
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধের জন্য ঝিনাইদহে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের নেতৃত্বে দুপুরে সরকারি কেসি কলেজ চত্বর থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে শহরের পায়রা চত্বর, সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয় সম্পর্কে তুলে ধরা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্রলীগের নেতা রেজওয়ানুল হক রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৫৩
  • ৩:৪৩
  • ৫:২২
  • ৬:৩৮
  • ৬:১৯

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০