নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সকালে দুদকের কুষ্টিয়া সার্কেলের একটি টিম এ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার হারুন অর রশিদের ছেলে কল্লোল ও নুরনগর এলাকার জহুরুল ইসলামের ছেলে সুজন। ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় সরকারি কর্মচারী জারিকৃত আদেশ অমান্যকারী হিসেবে কল্লোল ও সুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে কল্লোলকে ১৫ দিনের এবং সুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় এক সিল ম্যানকেও ২ শ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হোসাইন ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান।