চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্টের অভিযান

0
10

দু’দালালকে শ্রীঘরে পাঠালেন ম্যাজিস্ট্রেট!

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে আশরাফুজ্জামান বকুল ও রফিক আহমেদ নামের দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আশরাফুজ্জামান বকুলকে ৭ দিন ও কুষ্টিয়ার রফিক আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। উভয়ের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোর্ট সূত্র জানায়, বিআরটিএ অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, গাড়ির মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশনসহ ডিজিটাল নম্বর প্লেট প্রদান ইত্যাদি সেবা প্রদানে বাড়তি সুবিধা করে দিতে গ্রাহকদের কাছ থেকে ঘুষ লেনদেন ও দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়।