চুয়াডাঙ্গার দুই পুলিশসহ আরও ২৯ জন আক্রান্ত

0
28

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় ১৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ২, জীবননগর উপজেলায় ১৩ জনসহ জেলায় নতুন ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের একজন স্টাফ আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিসে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে নতুন ৭৪টি নমুনার ফলাফল আসে। উক্ত ফলাফলে ২৯ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ৪৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। গতকাল করোনা শনাক্তদের বয়স ৯ থেকে ৭০ বছর পর্যন্ত। এরা হলো ৯ বছরের শিশু ১ জন, ১৮ জন পুরুষ ও নারী ১০ জন।
নতুন আক্রান্ত ২৯ জন হলেন- চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) পদের ২ জন, পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার পাড়ার ১ জন, সিনেমা হল পাড়ার ২ জন, মাঝের পাড়ার ১ জন, দক্ষিণ হাসপাতাল পাড়ার ১ জন, বড় বাজার পাড়ার ২ জন, মুক্তিপাড়ার ২ জন, তালতলা পশুহাট পাড়ার ১ জন, এতিমখানা পাড়ার ১ জন ও একাডেমি মোড় পাড়ার ১ একজনসহ ১৪ জন। আলমডাঙ্গা পৌর এলাকার ১ জন (চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস স্ট্যাফ) ও হারদী গ্রামের ১ জনসহ ২ জন এবং জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের ১ জন, শুটিয়া গ্রামের ১ জন, পৌরসভা পাড়ার ১ জন, ব্র্যাক অফিসের ২ জন, শাপলাকলি পাড়ার ১ জন, কাশিপুর গ্রামের ১ জন, বাঁকা গ্রামের ১ জন, পুরাতন তেঁতুলিয়া গ্রামের ১ জন ও শাখারিয়া গ্রামের ১ জনসহ ১৩ জন।
গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২৯টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ২৪টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি নমুনাসহ সংগৃহীত ২৯টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। গত রাতের শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৯৪টি, মেহেরপুরের ১৫টি, ঝিনাইদহের ৭৭টি, কুষ্টিয়ার ৫৫টি ও নড়াইলের ৪১টি নমুনাসহ ২৮২টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ২৯ জন, মেহেরপুরে ২ জন, ঝিনাইদহের ২৯ জন, কুষ্টিয়ায় ৮ ও নড়াইলে ২৪ জনসহ মোট ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। এছাড়া বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, চুয়াডাঙ্গায় নতুন ২৯ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলার ১৪ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলার ১৩ জন রয়েছেন। প্রত্যেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামীকাল (আজ মঙ্গলবার) আক্রান্তদের বাড়ি ঘর পরিদর্শন করে লকডাউনসহ বাড়ির অবস্থা বুঝে হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা নেবে। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলায় আক্রান্ত ১৩ জনের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৩ হাজার ২৮৫ জন। প্রাপ্ত ফলাফল ২ হাজার ৯৫৩টি। করোনা শনাক্ত হয়েছে ৫৪৭ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২ হাজার ৪০৮ জনের। সুস্থ ২৬৯ জন ও মৃত্যু ৯ জন।