চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজমুল আটক

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দৌলতদিয়াড়ের নাজমুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়াড় তারা মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল ইসলাম দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার আবু তালেব মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, দৌলতদিয়াড় তারা মসজিদ এলাকায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শেখ শাহিনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আবু তালেব মন্ডলের ছেলে নাজমুল ইসলামকে আটক করে পুলিশ। সে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের একটি মাদক মামালার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। মামলাটি চলমান অবস্থায় গত ১৮ সালের ৩১ জুলাই বিজ্ঞ বিচারক ওই মামলায় আসামী নাজমুল ইসলামকে পলাতক দেখিয়ে ৩ বছরের সাজা ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে দীর্ঘদিন পলাতক থানার পর গতকাল তাকে আটক করে আদালতে সোপর্দ করে চুয়াডাঙ্গা থানা পুলিশ। পরে আদালত থেকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।