চুয়াডাঙ্গায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি!

0
11

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার শহরতলীর দৌলাতদিয়াড়ে রাতের আঁধারে ঘর থেকে ভ্যানিটি ব্যাগসহ লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে দৌলাতদিয়াড় মারকাজ মসজিদ এলাকার তারিক আলী নামের একজন ভাড়াটের ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভাড়াটে তারিক আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা দৌলাতদিয়াড় মারকাজ মসজিদ এলাকার ভাড়াটে তারিক আলী ও তাঁর পরিবারের সদস্যরা রাতে খাওয়া-দাওয়া করে ঘরের জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, দেওয়ালে টাঙানো ভ্যানিটি ব্যাগ নেই। ওই ব্যাগে দুটি সোনার চেইন, এক জোড়া কানের দুলসহ একজোড়া রুপার তৈরি পায়ের নূপুর ছিল। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। তাঁরা ধারণা করছেন, ঘরের খোলা জানালা দিয়েই ভ্যানিটি ব্যাগসহ ব্যাগে রাখা গয়না নিয়ে গেছে চোরে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভাড়াটে তারিক আলী।