নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে হুজুর আলী নামের এক চোর আটক হয়েছেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে হাসপাতালের পুরুষ সাজার্রি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের লোকজন চোর হুজুর আলীকে আটক করে আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষে নিয়ে যান। আবাসিক চিকিৎসা কর্মকর্তা পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ হুজুর আলীকে আটক করে। চোর হুজুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার ইমান আলীর ছেলে।
জানা যায়, হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ২ নম্বর বেড থেকে চার্জে থাকা অবস্থায় একটি স্মার্টফোন চুরি করে পালানোর সময় হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে থাকা লোকজনের হাতে আটক হন হুজুর আলী। পরে তাঁকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরের কক্ষে নিলে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন। পরে পুলিশ এসে হুজুর আলীর শরীর তল্লাশি করে চুরি যাওয়া মোবাইল ফোনসহ এক পুরিয়া গাঁজা উদ্ধার করে। এ সময় তাঁকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যাওয়া হয়।