নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাদকসেবীকে দুই বছরের সশ্রম কারাদ- ও দুই হাজার টাকা অর্থদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় দেন। দ-প্রাপ্ত আসামি সামসুল ইসলাম (২৫) দর্শনা জয়নগরের মরহুম খলিল মোল্লার ছেলে। এ মামলার রায় ঘোষণার সময় অপর আসামি দর্শনা মোবারকপাড়া রেল কলোনির করিম মিস্ত্রির ছেলে ঝণ্টু অনুপস্থিত থাকলেও তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৬ অক্টোবর দর্শনা গোবিন্দগাড়ী ২ নম্বর রেলগেটের নিকট মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে আটক হয় সামসুল ইসলাম। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীন বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেন। এ মামলার বাদীসহ নয়জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করা হয়।