চুয়াডাঙ্গায় প্রেমের জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা

0
12

মোমিনের দাফন সম্পন্ন : আদালতে স্বীকারোক্তি

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বন্ধুর হাতে খুন হওয়া মোমিমের ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে পুলিশ মোমিনের পিতার কাছে মরদেহ হস্তান্তর করে। পরে গতকালই বাদ যোহর আলুকদিয়া করবস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, এ ঘটনায় মোমিনের বন্ধু ঘাতক শাফায়েতকে পরশু আটক করে পুলিশ। গতকাল নিহতের পিতা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দুপুরে ঘাতক শাফায়েতকে আদালত সোপর্দ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। উল্লেখ্য, গত শুক্রবার চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মোমিন নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। বন্ধুর প্রেমিকার সাথে প্রেম করার অভিযোগে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয় মোমিনকে। এ ঘটনায় ওইদিনই হত্যাকারী বন্ধু শাফায়েত (১৫) নামে একজনকে আটক করে পুলিশ।