নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় নতুন আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৫১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ জন ও আলমডাঙ্গা উপজেলায় ২ জনের রিপোর্র্ট পজিটিভ এবং অন্য ৪৮টি নেগেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ জন।
এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৩২টি নমুনা সংগ্রহ করে। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৭টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৭টি, দামুড়হুদা উপজেলা থেকে ৮টি নমুনাসহ সংগৃহীত ৩২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে গত বুধবার চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোনো ফলাফল আসেনি। তবে করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ১৬টি, দামুড়হুদা উপজেলা থেকে ৫টি ও জীবননগর উপজেলা থেকে ১৪টি নমুনাসহ মোট ৩৫ টি নমুনা সংগ্রহ করে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১২২৩টি, প্রাপ্ত রিপোর্ট ১০৭৯টি, পজেটিভ ১০১টি, নেগেটিভ ৯৭৮টি, সুস্থ ৭৬ ও মৃত্যু ১। বৃহস্পতিবার পাঠানো ৩২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৪৪টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ১ জন ও হোম আইসোলেসনে আছেন ২৪ জন চিকিৎসাধীন রয়েছে।
সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, সংক্রমিত জেলা থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে ফেরা মানুষের কারণে জেলায় অন্যরা করোনায় সংক্রমিত হচ্ছেন। তাঁদের সংস্পর্শে এসে প্রতিদিনই মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়াই সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।