চুয়াডাঙ্গায় দম্পতি হত্যা : নিহতের দ্বিতীয় স্ত্রীসহ আটক ৫

0
30

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দম্পতি হত্যার ঘটনায় নিহত স্বামী ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ঘটনার উদ্ধার হওয়া আলামত নিয়ে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

নিহত স্বামী ইয়ার আলী ও স্ত্রী রোজিনা খাতুনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল জানান, ঘটনার রহস্যজট উদঘাটনে পিবিআইসহ জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে নিহত ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী ফেরদৌসিসহ পাঁচজনকে পুলিশি হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এছাড়া দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

গত রোববার রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে আবদ্ধ করে রেখে গেছে।   # #