চুয়াডাঙ্গায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

0
11

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় কোর্ট চত্বরে চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইজিবাইকচালক কুদ্দুসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুদ্দুস চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের মৃত কানাই লালের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, আ. কুদ্দুস সকালে কয়েকজন যাত্রী নিয়ে কোর্ট চত্বরে নিয়ে যান। সেখানে কে বা কারা অজ্ঞান করে ইজিবাইক, নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেলে জ্ঞান ফিরলে চালক আ. কুদ্দুস বলেন, ‘আমাকে অজ্ঞান করে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও ভাড়ায়চালিত ইজিবাইকটি নিয়ে গেছে। তবে কীভাবে আমাকে অজ্ঞান করেছে, আমি কিছুই মনে করতে পারছি না।’