চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রাজধানী পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মা-ছেলে অগ্নিদগ্ধ হওয়ার ২০ দিন পর হাবিবা সুলতানা (৫০) নিহত হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিবা সুলতানা উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত্যু খন্দকার নাসির উদ্দীনের স্ত্রী।
নিহত হাবিবা সুলতানার মেয়ে মিম খাতুন জানান, গত ২১ জুলাই বিকালে স্থানীয় বাজার থেকে নতুন গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা কিনে নিজ রান্না ঘরে চুলা জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মা হাবিবা খাতুন ও ভাই খন্দকার তানভীর আহমেদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাবিবা খাতুন বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থার মারা যায়। ছোট ভাই তানভীর আহম্মেদ এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে আন্দুলবাড়িয়া খাজা পারেশ শাহের রওজা কবরস্থানে দাফন করা হয়।