চুয়াডাঙ্গায় গাঁজাসহ বাবুল আটক

0
11

 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ গাইদঘাট গ্রামের বাবুল আলী (৪০) নামে একজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকাল ৪টার পর গাইদঘাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে গাইদঘাট গ্রামের দক্ষিণপাড়ায় একজন ব্যক্তি গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাজীব আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চলিয়ে বাবুল আলীকে আটক করে। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার মৃত তফছের আলীর ছেলে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।