চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক-১ : মোটরসাইকেল উদ্ধার

0
10

নিউজ ডেস্ক:এক কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- তালেব হোসেন (৩৫) ও আলম (৩৩)। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য অফিস জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রাম হয়ে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভত্তিতে মাদকদ্রব্য অধিদপ্ত চুয়াডাঙ্গা’র পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের মৃত ছামসুল আলীর ছেলে তালেব হোসেন ও বড় বলদিয়া রইনা পাড়ার মৃত কলমের ছেলে আলমকে আটক করেন। এসময় গ্রেফতারকৃতদের তল্লাশী করে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। একই সাথে আটক করা হয় একটি রেজিষ্ট্রেশনবিহীন চাইনা মোটরসাইকেল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ এদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।