চুয়াডাঙ্গায় একই থানার ও‌সি ও ৫ দা‌রোগাসহ ৭ জন ক‌রোনায় আক্রান্ত

0
29

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার নবগ‌ঠিত দর্শনা থানার ও‌সির পর এবার ৫জন পুলিশ অফিসারসহ  জন করোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের আইসোলেশনে পাঠানো হয়েছে । শুক্রবার সন্ধার পর ক‌রোনায় আক্রান্ত থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি)‌ মাহবুবুর রহমান মোবাইল ফো‌নে সাংবা‌দিক‌দের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ও‌সি মাহবুব হাসান জানান, এস আই সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, মাহমুদুল হক, পি এস আই সোয়াত হোসেন,  এ এস আই জাকির হোসেন ও কনস্টেবল আলাউদ্দিন এর নমুনা পরীক্ষার পর আজ (৫ জুন) শুক্রবার করোনা পজেটিভ পাওয়া গেছে । 

 

উ‌ল্লেখ‌্য, গত ১০ পূ‌র্বে দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান এর দেহে প্রথম করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়। তার পর থে‌কে তিনি আইসোলেশনে রয়েছেন।