চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

0
15

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার মসজিদপাড়ার আবির হাসান ও বাগানপাড়ার শান্তকে ১৫ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ। গতকাল রোববার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হাসপাতাল সড়কের হাছুমা কটেজের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মসজিদপাড়ার নাইচ হোসেনের ছেলে আবীর হাসান (২৫) ও বাগানপাড়ার মামুন অর রশিদের ছেলে শান্ত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা পৌর শহরের হাসপাতাল সড়কে হাছুমা কটেজ আবাসিক হোটেলের সামনে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বড় মসজিদপাড়ার নাইচ হোসেনের ছেলে একাধিক মাদক মামলার আসামি আবির হাসানকে ৫ পিস ও বাগানপাড়ার মামুন অর রশিদের ছেলে শান্তকে ১০ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাঁদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।