নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের এপেক্স ইটভাটার শ্রমিকদের শেডে ডাকাতির মামলার সুমন (২৪) নামের আরো এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির দু’টি মোবাইল ফোন। আটককৃত সুমন চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার রুহুল আমিনের ছেলে। গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে তাকে চুয়াডাঙ্গা পৌর শহরের নুরনগর কলোনীপাড়া এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এপেক্স ইটভাটার শ্রমিকদের শেডে ডাকাতির সময় খোয়া যাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর ট্রাকিং করে সদর থানা পুলিশ জানতে পারে নুরনগর কলোনীপাড়া এলাকায় আসামী সুমন অবস্থান করছে। পরে সদর থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে শহরের নুরনগর কলোনীপাড়ায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে। এসময় তার কাছে থেকে শ্রমিকদের দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ শনিবার গ্রেফতারকৃত সুমনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় সদর থানা পুলিশ।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা পৌর শহরের এপেক্স ইটভাটায় রাতের আধারে ইটকাটা শ্রমিকদের থাকার শেডে হামলা চালায় ২০/২২ জন ডাকাত। শেডের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিকদে ব্যবহৃত মোবাইলফোনসহ নগদ টাকা ও এক মহিলা শ্রমিকের কানের দুল লুট করে নেয় শ্রমিকরা। গত ৬ জানুয়ারী দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন ভাটা মালিক বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম কৌশলে প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান শুরু করে।