নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ইজিবাইকে করে ফেনসিডিল পাচারের সময় ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার দীননাথপুর মাঠের মধ্যে পাঁকা সড়কের ওপর ব্যারিকেড দিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ উদ্ধার মাদক ও জব্দ করা ইজিবাইকটি সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মতলেব হোসেনের ছেলে রুবেল আলী (৩৫), একই উপজেলার বাড়াদী গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম (৫০) ও কুষ্টিয়া জেলার মিরপুরের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে, ইজিবাইকযোগে তিন ব্যক্তি ফেনসিডিল নিয়ে দীননাথপুর সড়ক দিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ শাহিন ও লাভলু হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ইজিবাইকের গতিরোধ করা হয়। এ সময় ইজিবাইকে থাকা রুবেল আলী, আব্দুল হাকিম ও আলমগীরকে আটক করা হয়। পরে ইজিবাইকটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইজিবাইক, মাদকসহ আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গতকালই তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।