চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে এক ব্যক্তি জখম!

0
13

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে আশা জামান (৪৫) নামের এক ব্যক্তি গুরুত্বর জখম হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গার জীবননগড় উজেলার দত্তনগর ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিলে হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করেন। আহত আশা জামান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুড় গ্রামের মাঝেরপাড়ার মৃত. আরশেদ আলীর ছেলে ও বিচালি ব্যবসায়ী। এদিকে, গতকাল সকালেই আহত আশা জামানের পরিাবরের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের উদ্দেশ্যে রওনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আশা জামান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।