শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩০.০৯.২০ :
চুয়ডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীত দিকে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সুলতান আলী মন্ডল ওরফে সুলতান হোসেনকে (৫৭) আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সে ওই (কুতুবপুর) গ্রামের দক্ষিণপাড়া মৃত ফকির মন্ডল ওরফে ফকির চাদ ওরফে কালো ফকির’র ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে র্যাব তাকে আটক করে।
র্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যা¤েপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গার সদর উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে বিকেল ৫ টার দিকে চুয়ডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীত দিকে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সুলতান আলী মন্ডল ওরফে সুলতান হোসেনকে একটি তাজা গুলি ও একটি ওয়ান শুটার গানসহ আটক করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে ১৯৯৫ সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদ- ভোগ করেছে।