চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতু খুলে দেওয়া হবে আজ চলবে সর্বোচ্চ ১০ টনের যানবাহন

0
10

নিউজ ডেস্ক:সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-মেহেরপুরের সংযোগ স্থাপনকারী প্রধান ব্রিজ ‘মাথাভাঙ্গা সেতু’ উন্মুক্ত করা হবে। জনস্বার্থে আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সেতুর মুখ থেকে বাঁধ সরিয়ে নেওয়া হবে, যেন বাস, খালি ট্রাকসহ সর্বোচ্চ ১০ টন ওজনের সব ধরনের যানবাহন চলাচল করতে পারে। তবে সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং মেরামতকাজ চলমান থাকায় কোনো অবস্থাতেই পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে না। এ দিকে ঈদের আগেই সেতুটি চলাচল উপযোগী করে তুলতে সেতুর মাঝখানে বিশালাকার ২৪টি পাইপ দিয়ে সাপোর্টিং রেক্টো ফিটিংস (লোহার পাইপের স্তম্ভ) দেওয়া হয়েছে। এখন পশ্চিম প্রান্তে দ্বিতীয় সাপোর্টিং ফিটিংসের পাইলিং কাজ চলছে। সেটি সম্পন্ন হলে পূর্বপ্রান্তে আরও একটি সাপোর্টিং ফিটিংসের নির্মাণকাজ শুরু হবে।