চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত ৫

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের আমিরুল হোসেনের মেয়ে মুসলিমা (৭), একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আরিফুল (৯), দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত আফজাল মন্ডলের ছেলে আব্দুল মজিদ, আব্দুল মজিদের ছেলে হাবিবুর (১৮) ও একই এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে নুর হাবিব (৮)। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিয়রবিলা গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মুসলিমা ও আরিফুল। এ সময় একটি পাওয়ারট্রিলার ট্রলি তাদেরকে ধাক্কা দিলে তারা গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মুসলিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এদিকে, দামুড়হুদা ধানগড়া নামক স্থানে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাবিবুর, আব্দুল মজিদ ও নুর হাবিব আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাবিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।