নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত আয়নাল হকের ছেলে মোখলেসুর রহমান (২৫), দামুড়হুদা মাদ্রাসাপাড়ার মান্নান মোল্লার স্ত্রী হালিমা খাতুন (৪৫), চুয়াডাঙ্গার ঝাঝরি বেগমপুর গ্রামের বসতি পাড়ার রজব আলীর ছেলে আব্বাস আলী (৫০), আলমডাঙ্গার জেহালা বড় পুটিমারি গ্রামের মনোয়ারা (৬৫), ও আলমডাঙ্গার মুন্সিগঞ্জ লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম (১০)। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মোখলেসুর মোটরসাইকেলযোগে মাখালডাঙ্গা গ্রামে ঘোরাঘুরি সময় ভেন্না পাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, চুয়াডাঙ্গা জেলখানার কাছে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুর সাথে ধাক্কা মারলে হালিমা খাতুন আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গার ঝাঝরি বেগমপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ইটবোঝাই পাওয়ার ট্রিলারের সাথে সংঘর্ষে আব্বাস আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, আলমডাঙ্গা রোয়াকুলি নামক স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মুন্সিগঞ্জ হৈদেরপুর নামক স্থানে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারলে মরিয়মের পা গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।