বিএনপি’র ৫ নেতাকর্মি আটক : ১২টি বোমা উদ্ধারের দাবি
নিউজ ডেস্ক:নাশকতা প্রস্তুতির অভিযোগ তুলে চুয়াডাঙ্গায় বিএনপি’র ৫ নেতাকর্মিকে আটক করেছে সদর থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের চাঁদমারী মাঠ ও দীনানাথতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। গতকাল আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- আজিজুল ইসলাম (৩৮), রাজন (৩০), সাহাবুদ্দিন (৩৬), নূরনবী সামদানী (৫১) ও আনোয়ার হোসেন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায, সোমবার দিবাগত রাত ১টার দিকে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে একদল যুবক চুয়াডাঙ্গা পৌর শহরের চাঁদমারী মাঠে অপেক্ষা করছিল। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেশ কিছু লোক পালিয়ে গেলেও জেলা যুবদলের সদস্য মুন্সিপাড়ার দাউদ আলী মন্ডলের ছেলে আজিজুল ইসলাম, মাদ্রাসাপাড়ার মৃত ইয়াছিন মিয়ার ছেলে সাহাবুদ্দিন ও বাগানপাড়ার মজনু মন্ডলের ছেলে রাজনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৭টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় এসআই সুমন সরকার বাদি হয়ে আটক ৩ জন ও ৯ জানের নাম উল্লেখসহ ১৭-১৮ জনকে অজ্ঞাতনাম আসামী করে একটি নাশকতা প্রস্তুতির মামলা দায়ের করেছে।
অপরদিকে, রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরতলী দীননাাথপুর এলাকায় বেশ কিছু লোক নাশকাতর প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অপর আর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় বেশ কিছু নাশকতাকারী পালিয়ে গেলেও আটক করা হয় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী সামদানী ও জেলা উলামা দলের আহবায়ক মাও. আনোয়ার হোসেন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই সোহানুর রহমন বাদি হয়ে আটক দু’জনসহ ১০ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে অপর একটি নাশকতার প্রস্তুতি’র মামলা দায়ের করা হয়। পরে আটককৃত আসামীদের গতকাল আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।