নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও তালেবান আলোচকরা দু’পক্ষের মধ্যে চলমান ১৮ বছরের সংঘাত নিরসনে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছেন বলে দাবি করেছেন মার্কিন শীর্ষ আলোচক। সর্বশেষ বৈঠক শেষ করার পর রোববার তিনি এ কথা বলেন।
আফগানিস্তানে ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খলিলজাদ টুইটারে বলেন, আমরা একটি চুক্তির কিনারে এসে পৌঁছেছি যা সহিংসতা কমাবে এবং স্থায়ী শান্তির আলোচনার জন্যে সম্মানজনকভাবে একসাথে বসতে আফগানদের সুযোগ করে দেবে।
তিনি আরো বলেন, শেষদিনের আলোচনার বিষয় নিয়ে কথা বলতে তিনি রোববার কাবুল যাচ্ছেন।
তবে তিনি চুক্তির চূড়ান্ত কপি জমা দিতে কাবুল যাচ্ছেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।
কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন মার্কিন দূতের কাবুলে গিয়ে আলোচনা একটি ইতিবাচক ফলাফল।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ওয়াশিংটন আল কায়দার বিরুদ্ধে হামলা চালাতে প্রথম আফগানিস্তানে সেনা পাঠায়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের এই দীর্ঘদিনের সামরিক সম্পৃক্ততার অবসান চাচ্ছে। ফলে অন্তত ২০১৮ সাল থেকে দেশটি তালেবানের সাথে আলোচনা চালিয়ে আসছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তিনি আশা করছেন ১লা সেপ্টেম্বরের আগে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে। কারণ সেপ্টেম্বরের শেষ নাগাদ আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে দোহায় তালেবান মুখপাত্র সুহাইল শাহীন শনিবার বলেছেন, চুক্তিটি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি। কিন্তু একেবারে চ’ড়ান্ত করতে এখনও কি বাধা রয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
উল্লেখ্য চুক্তিটির মূল কেন্দ্রে রয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার। কিন্তু এর বিনিময়ে তালেবানদের নিশ্চয়তা দিতে হবে তারা দেশটিকে জিহাদীদের স্বর্গরাজ্য বানাবে না।