নিউজ ডেস্ক:
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংঝুর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রবল ঝড়বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর সিনহুয়া’র।
গুয়াংডংয়ের আবহাওয়া অফিস জানায়, গুয়াংঝুয়ের উত্তরাঞ্চলে আজ রবিবার ভোরে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছে। এতে ওই অঞ্চল প্লাবিত হয়েছে। পার্বত্য এলাকার বেশ কয়েকটি শহরে ভূমি ধ্বসের ঘটনা ঘটেছে।
গুয়াংঝুয়ের হুয়াডু, হুয়াংপু ও জেংচেং জেলায় বৃষ্টিপাত ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছে। এতে প্রায় সাতটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় প্রায় দু’শ’ সশস্ত্র পুলিশ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।