নিউজ ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলীয় একটি খনির ছাদ ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আটকা পড়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, শনিবার বিকেলে শানঝি প্রদেশের ভূগর্ভস্থ ওই খনি ধসে পড়ে। এসময় সেখানে মোট ৮৭ শ্রমিক কাজ করছিল।
খবর এএফপি’র।
সিনহুয়া আরো জানায়, খনিতে আটকা পড়া দুই শ্রমিকের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে। অপর ৬৬ জনকে আকাশপথে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মাইটি বেইজি মাইনিং কোম্পানি পরিচালনা করত। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।