আমেরিকার ডেলাওয়ারে শনিবার (২১ সেপ্টেম্বর) কোয়াড বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা কোয়াড নামে পরিচিত।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত ছিলেন।
কোয়াড সংগঠনের নেতাদের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, চীন তাদের কয়েকটি সম্মুখ ভাগ থেকে পরীক্ষা করছে।
এটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করতে এবং চীনে অশান্তি কমাতে চাইছেন।
চীনের প্রেসিডেন্ট আক্রমণাত্মক আচরণ করছেন মন্তব্য করে বাইডেন আরও বলেন, আমার দৃষ্টিতে শি জিনপিং আগ্রাসীভাবে নিজ দেশের স্বার্থ রক্ষা করার জন্য কিছু কূটনৈতিক স্থান দখল নিতে চাইছেন। আক্রমণাত্মক আচরণ করে চলেছেন তিনি। অর্থনৈতিক ও প্রযুক্তির মত বিষয়সহ বিভিন্ন ফ্রন্টে আমাদের সমস্ত অঞ্চল জুড়ে পরীক্ষা করছেন জিনপিং।