নিউজ ডেস্ক:
রাজধানীতে মহামারি আকার ধারণ করা চিকুনগুনিয়া জ্বর ও মশা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শুক্রবার এক টুইট বার্তায় সরকারের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার টুইটে বলা হয়েছে, চিকুনগুনিয়া আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি, সেই সঙ্গে সরকারকে এই রোগ প্রতিরোধের যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।
চিকিৎসার জন্য আজ শনিবার লন্ডন যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।